‌সাবিত্রীর লড়াই

৩ জানুয়ারি ১৮৩১ সালে মহারাষ্ট্রের সাতারা জেলার নয়গাঁও গ্রামে সাবিত্রীবাঈ ফুলের জন্ম। দলিত আন্দোলনের ইতিহাসে সাবিত্রীবাঈ ফুলের অবদানের কথা জুড়ে দেওয়া হয় জ্যোতিবারাও ফুলের অবদানের সঙ্গে। জ্যোতি-‌সাবিত্রী পরস্পরের পরিপূরক একথা যেমন ঠিক পাশাপাশি কাজের নিরিখে সাবিত্রীকে নিয়েই ইতিহাস লেখা হতে পারে যেখানে জ্যোতির প্রেরণা ও সাহায্য অবশ্যই থাকবে। জন্মদিনে সাবিত্রীবাঈ ফুলেকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি।

by জ্যোৎস্না রহমান  | 03 January, 2022 | 1018 | Tags : sabitribai phule dalit movement in india first women teacher in india Social reformer

রোকেয়ার স্বপ্ন

রোকেয়া দেখেছেন পুরুষের মন যুগিয়ে চলার জন্যই যেন নারীর জীবন। তার জন্য সে মজুরি হিসেবে পায় দাসত্বের চিহ্নগুলি, রোকেয়ার ভাষায Badges of slavery হল অলংকার। এমন তীব্র ভাষায় মেয়েদের সাজসজ্জা অলংকার প্রীতি ইত্যাদি বাহ্যিকতাকে তিনি আক্রমণ করেছেন যা এখনো সমানভাবে প্রযোজ্য।

by মনীষা বন্দ্যোপাধ্যায় | 04 December, 2023 | 809 | Tags : Rokeya social reformer writer educationalist